নিজস্ব সংবাদদাতা : মাত্র কয়েকটি দিন। তারপরই এরাজ্যে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে ‘বাক-যুদ্ধ’ কার্যত তুঙ্গে। সম্প্রতি ভোট বাজারে পদ্মাপাড়ের ‘খেলা হবে’ শ্লোগানে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
এবার বিজেপিকে হাতা-খুন্তি দিয়ে রান্নার হুঙ্কার দিলেন রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য। শুক্রবার গ্রামীণ হাওড়ার বাগনান বিধানসভার বাঙালপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি বিজেপির সমালোচনা করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে বলেন, “উনি আসছেন। গৃহস্থের বাড়িতে খাচ্ছেন। এবার হাতা, খুন্তি দিয়ে ভালো করে রান্না করে মহিলারা খাওয়াবে। রান্না হবে, খাওয়াও হবে।”
চন্দ্রিমার এই মন্তব্যকে কার্যত হুঁশিয়ারি বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, এদিন বৈশালী ডালমিয়ার দল বদলকেও তিনি কটাক্ষ করেন।