নিজস্ব সংবাদদাতা : বুধবার উত্তরপ্রদেশের বারানসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। সেই ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়া শহরে তৃনমূলের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু হয়ে উলুবেড়িয়া শহর প্রদক্ষিণ করে উলুবেড়িয়া মহকুমাশাসকের দফতরের সামনে শেষ হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
মিছিলের নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা ২৭ নং ওয়ার্ডের জয়ী তৃনমূল কাউন্সিলর অভয় দাস ও হাওয়া গ্রামীণ জেলার যুব তৃনমূলের সভাপতি দেবাশীষ ব্যানার্জী। পাশাপাশি উপস্থিত ছিলেন নব নির্বাচিত বেশ কয়েকজন তৃণমুল কাউন্সিলর ও কয়েকশো তৃনমূল কর্মী সমর্থক। মিছিল থেকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃবৃন্দ।