পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বীরশিবপুরে গ্যাস সিলেন্ডার নিয়ে তৃণমূলের বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল, গ্যাস সহ বিভিন্ন পেট্রোপণ্যের দাম। তারই প্রতিবাদে শুক্রবার গ্রামীণ হাওড়ার বীরশিবপুরে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

এদিন কয়েক’শো তৃণমূল কর্মী প্লাকার্ড, ঝান্ডা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।

বিধায়ক পুলক রায় বলেন, “স্বাধীনতার পর কোনোদিন পেট্রোপন্যের দাম এতো বৃদ্ধি পায়নি। এই অপদার্থ কেন্দ্রীয় সরকার মূল্য নিয়ন্ত্রণে ব্যার্থ।” এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, বোর্ডের সদস্য আব্বাস‌উদ্দিন খান সহ অন্যান্যরা।