নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো গ্রামীণ হাওড়ার আমতাতেও তৃণমূল ছাত্র পরিষদের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। শনিবার টিএমসিপির জন্মদিন উপলক্ষ্যে আমতা রামসদয় কলেজ টিএমসিপি ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মালাদানের পাশাপাশি কলেজের প্রাক্তন টিএমসিপি ছাত্রনেতাদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকর সিং, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমেশ পাল সহ অন্যান্য। এদিন প্রায় আশিজন পড়ুয়া রক্তদান করবেন বলে সংগঠন সূত্রে জানানো গেছে।