নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার বুকে আজ শক্তিপ্রদর্শন করল আর এস এস। এবছর মহালয়ায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পথসঞ্চালন এর মাধ্যমে শক্তিপ্রদর্শন করার কর্মসূচী নিয়েছিল আর এস এস।
গতকালকের মত আজ রবিবার ছুটির দিন থাকায় বহু স্থানে গতকালকের পরিবর্তে আজকে পথসঞ্চালন করে। আজ সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আমতার জয়পুর, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গায় পথসঞ্চালন হয়।
উলুবেড়িয়া শহরে আজ ফুলেশ্বর স্টেশন থেকে উলুবেড়িয়া কালিবাড়ি পর্যন্ত এই মিছিলে সুসজ্জিত ব্যান্ড সহ শতাধিক স্বয়ংসেবক অংশগ্রহণ করেন।