বাগনানে জাতীয় সড়কে তোলাবাজি, মারধরের অভিযোগ, মৃত ১, গ্রেফতার দু’ই যুবক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তোলাবাজি ও মারধরের ঘটনায় প্রাণ গেল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুজয় দাস(৩৫)। মৃত হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দা। এই ঘটনায় রাকেশ দোলুই ও কুশন মণি নামের দু’ই যুবককে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার মধ্যরাতে হুগলী জেলার সাতজন একটি ম্যাটাডরে দীঘা যাচ্ছিলেন। অভিযোগ, ১৬ নং জাতীয় সড়কের উপর বাগনান থানার বরুন্দা এলাকায় হঠাৎই ম্যাটাডরটির পথ আটকায় দু’ই যুবক। ম্যাটাডরের চালকের কাছে কাগজপত্র দেখতে চায় মোটরবাইকে চেপে আসা দু’ই যুবক। পাশাপাশি, ম্যাটাডরটির থেকে মোটা টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ম্যাটাডরের চালক হাজার টাকা দেওয়ার কথা বললে অভিযুক্ত দুই যুবক গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

এমনকি গাড়িতে থাকা অন্য যুবকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে ঘটনা চলাকালীন ঘটনাস্থলের কাছে থাকা একটি পেট্রোল পাম্প থেকে এক যুবক বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বাগনান থানার টহলরত গাড়ি। পুলিশ এসে অভিযুক্ত দু’ই যুবক কুশল মণি ও রাকেশ দোলুইকে গ্রেফতার করে। পাশাপাশি, তাদের বাইকটিকে বাজেয়াপ্ত করে। অভিযুক্তরা বাগনান থানার বরুন্দার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে, মারধরের ঘটনায় গুরুতর আহত হন ম্যাটাডরের চালক সুজয় দাস। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার অবনতি ঘটায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ও সেখান থেকে পিজিতে স্থানান্তরিত করা হয়। সেখানেই প্রাণ হারান সুজয় দাস। শনিবার ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’জনকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।