নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বিভিন্ন কালীপুজোর মধ্যে উলুবেড়িয়া-২ ব্লকের তুলসীবেড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী শ্মশানকালীপুজো অন্যতম। প্রতিবছর এই কালীপুজোয় হাজার হাজার মানুষ অংশ নেন। হাওড়া জেলা তো বটেই পাশ্ববর্তী একাধিক জেলা অজস্র মানুষ আসেন। সোমবার অমাবস্যায় এই কালীপুজো অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে রবিবার কালীপুজো উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। তুলসীবেড়িয়া কালী মন্দিরে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ২৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল উলুবেড়িয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্ক। উদ্যোক্তারা জানান, এবার এই ঐতিহ্যবাহী কালীপুজো ১৩৮ বছরে পদার্পণ করল। কালীপুজো উপলক্ষ্যে বেশ কয়েকদিন মেলা চলবে বলে উদ্যোক্তারা জানান।

উলুবেড়িয়ার গ্রামের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন কালীপুজো, রক্তদান শিবির
Published on: