যানযটের যানজট আমতা শহরের নিত্যদিনের সঙ্গী, চরম সমস্যায় সাধারণ মানুষ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : যানযটের যানজট আমতা শহরের নিত্যদিনের সঙ্গী। ফলত চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সমস্যার সমাধানে নির্বিকার প্রশাসন। এলাকার বাসিন্দাদের অভিযোগ মূলত টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণেই বেড়েছে যানযটের সমস্যা। সাধারণ মানুষের অভিযোগ সব দেখেও নিরব প্রশাসন। পাশাপাশি আমতা বাজার এলাকায় দোকানিরা রাস্তার উপর বিক্রয় সামগ্রী রেখে দেওয়ার ফলে ফুটপাত চলে যায় তাদের দখলে। তার উপর রাস্তার উপর বাইক রেখে চলে কেনাকাটা। ফলত সরু গলির চেহারা ধারণ করে বাজারের রাস্তা। সুত্রের খবর আমতা শহরের বুকে প্রায় দেড় হাজার টোটো রয়েছে।

তার উপর দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। আমতার বাসিন্দা দেবাশিস মজুমদার বলেন আমতা এখন যানযট নগরীতে পরিণত হয়েছে। টোটোর দাপটে পায়ে হেঁটে যাতায়াত করার জায়গা পাওয়া যায়না। আমতার সিনেমা তলা, আমতা বাজার, কলিকাতা মোড়, চৌরাস্তা সহ বিভিন্ন এলাকার চিত্রটা মোটামুটি এক‌ই। সিনেমা তলা থেকে বাসস্ট্যান্ড হাঁটা পথে দুরত্ব পাঁচ মিনিট। সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত সেই পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টা। এই রাস্তা দিয়েই যাতায়াত করে আমতা বালিকা বিদ্যালয়, আমতা পিতম্বর হাইস্কুল, আমতা নিত্যানন্দ হাইস্কুল, আমতা রাম সদয় কলেজ সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। যানজটের কারণে চরম সমস্যায় পড়তে হয় তাদের। মুর্মুষ রোগীকে নিয়ে যাওয়ার সময় যানযটের কারণে সমস্যায় পড়ে অ্যাম্বুলেন্স। কোনো হেলদোল ‌নেই প্রশাসনের।