নিজস্ব সংবাদদাতা : একাদশীর রাতে উলুবেড়িয়ায় বিষাদের ছায়া। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন কিশোরের। আহত আরও এক কিশোর। বৃহস্পতিবার রাত পৌনে ন’টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া স্টেশনের অদূরে ডোমপাড়া এলাকায়। জানা গেছে, মৃত তিন কিশোরের নাম আমিনূর মোল্লা, জসিম মোল্লা ও সেখ নাসিরউদ্দিন৷ আহত কিশোরের নাম নূর আলম। প্রত্যেকেই কিশোর বলে জানা গেছে। সকলেই উলুবেড়িয়া লাগোয়া এলাকার বাসিন্দা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চার কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডিল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎ লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। একজন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশ। আহতকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।