শ্যামপুরে মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বুধবার দুপুরে শ্যামপুরের আড়গোড়ি গ্রামে গ্যাস লিক করে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন এগারো জন। যাদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের ব্যাপারে মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আহতদের দেখতে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি আহতদের সাথে কথা বলার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। এদিন মন্ত্রী পুলক রায় বলেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবরকমভাবে আহতদের পাশে আছি। উল্লেখ্য, বুধবার দুপুরে শ্যামপুরের বাছরী গ্রাম পঞ্চায়েতের আড়গোড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ হয়েছেন এগারোজন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।