হাওড়া-আমতা শাখায় লাইনচ্যুত ট্রেন, আহত ৩, ঘটনাস্থলে মন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লাইনচ্যুত আপ হাওড়া – আমতা লোকাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার মাজুর কাছে। জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়া থেকে যাত্রী নিয়ে আমতার উদ্দেশ্যে আসছিল হাওড়া-আমতা লোকাল। মাজু স্টেশনের আগে যাদববাটি এলাকায় হঠাৎই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এক ব্যক্তির আহত গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার সময় ট্রেনের গতি অনেকটা কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা অয়ায় ট্রেনটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। আসেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ। তাঁরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী পুলক রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে আমরা ছুটে এসেছি। আহতদের পাশে আছে সরকার।” খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আসেন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার ডিআরএম মহম্মদ সাজিত হাসমি। তিনি জানান, দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে খতিয়ে দেখা হবে। তিনি জানান, একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। এই দুর্ঘটনার বেশ কয়েকঘন্টা হাওড়া-আমতা শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়।