নিজস্ব সংবাদদাতা : গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন সিডিএস (CDS) জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা-সহ ১৩ জন। শুক্রবার জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। গতকাল রবিবার সন্ধ্যায় উলুবেড়িয়ার কালীনগরে শহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হলো কালিনগর যুব তৃণমূলের পক্ষ থেকে । বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উপস্থিত ছিলেন কালিনগর যুব তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা, কালিনগর পঞ্চায়েতের প্রধান উত্তম মন্ডল, উপপ্রধান শেখ মেহেবুব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, কালিনগর আদ্দিরমোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মোমবাতি মিছিলের মাধ্যমে শ্রদ্ধা জানায় তৃণমূল নেতৃত্ব। সংগঠনের নেতা সেলিম মোল্লা বলেন, সমগ্র ভারতবাসী এনাদের অবদান মনে রাখবে।