নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরেই হাওড়ার শিবপুর বিধানসভায় হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরাকে টিকিট দেওয়ার দাবি উঠছিল তৃণমূল কংগ্রেসের একাংশের তরফে।
কিন্তু, শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ পেলে দেখা যায় শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ক্রিকেটার মনোজ তেওয়ারিকে। তারপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতা বিভাস হাজরার অনুগামীরা।
শিবপুরে কেন্দ্রে বিভাস হাজরা প্রার্থী করার দাবিতে দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, শিবপুরের মানুষ বিভাস হাজরাকে চায়। তাই তাঁকেই দিতে হবে।