নিজস্ব সংবাদদাতা : ভোট শুরুর কয়েক ঘন্টা আগে তৃণমূল বুথ সভাপতির ‘আক্রান্ত’ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগনান বিধানসভার হ্যালান অঞ্চলে।
অভিযোগ, হ্যালান অঞ্চলের পাঁচানি বাগপাড়ার বাসিন্দা স্থানীয় তৃণমূল বুথ সভাপতি যোগীবর বাগ যখন সোমবার রাতে ফিরছিলেন তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহত তৃণমূল নেতার পরিবার সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যোগীবর বাগকে দেখতে যান বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।