বাগনানে তৃণমূলের জাতীয় কৃষক দিবস পালন, জমিতে কৃষকদের সংবর্ধনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শীত-গ্রীষ্ম-বর্ষা কিমবা কোভিড বা লকডাউন—সবসময়ই তাঁরা লড়াই চালিয়ে চলেছেন। সে-ই লড়াইয়ের ফল হিসাবে উৎপাদিত হচ্ছে ফসল। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে মিটছে খাদ্যের চাহিদা। তাই জাতীয় কৃষক দিবসে কৃষকদের সম্মান জানাল বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বাগনান কেন্দ্র কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাটুড়িয়া-১ অঞ্চল কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বাগনান থানার খানপুরে জাতীয় কৃষক দিবস অনুষ্ঠিত হল৷ বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিন খানপুরে জমিতে নেমে কর্মরত কৃষকদের গামছা, কাস্তে, ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান সংগঠনটির সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্র কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু, হাটুড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সরফরাজ খান, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। চন্দ্রনাথ বসু জানান, কৃষকরাই আমাদের সম্পদ। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অনস্বীকার্য ভূমিকাকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।