নিজস্ব সংবাদদাতা : সামনেই নির্বাচনী যুদ্ধ। তার আগে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে মঙ্গলবার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে একটি রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আব্বাসউদ্দীন খান সহ অন্যান্যরা।
এদিন প্রত্যেক বক্তাই নিজেদের বক্তব্যের মাধ্যমে উপস্থিত ছাত্র-যুবদের আসন্ন নির্বাচনী লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেন।