একুশে জুলাইয়ে আমতার গ্রামে গ্রামে তৃণমূলের শহিদ দিবস পালন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর চলতি বছর ২১ শে জুলাই পালন নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও অতিমারীর কথা মাথায় রেখে এবারও ভার্চুয়াল সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে সেই ভার্চুয়াল সমাবেশকে ঘিরে এদিন ব্যাপক আগ্রহ দেখা গেল গ্রামীণ হাওড়ার আমতার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

সকালে বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহিদ স্মৃতিতে মালাদান, অর্ঘ্য নিবেদন করেন। কোথাও বা আবার শহিদদের স্মৃতিতে নীরাবতা পালন করা হয়। বুধবার সকালে ঈদের মাঝেই আমতার চন্দ্রপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ আবদুল্লাহ, চন্দ্রপুর অঞ্চলের তৃণমূল সভাপতি আসপার মিদ্দ্যা সহ অন্যান্যরা।

পাশাপাশি, উলুবেড়িয়া উত্তর বিধানসভার খড়দহ, আমতা, সিরাজবাটি অঞ্চলে শহিদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল মাজি। উদং-১ অঞ্চলেও এদিন সকালে শহীদ বেদীতে মালাদেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

শহীদ দিবস পালনের পাশাপাশি ভার্চুয়াল সভাকে ঘিরেও এদিন আমতার বিভিন্ন জায়গায় মাইক, জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। বুধবার দুপুরে আমতার চৌরাস্তায় উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের নিয়ে নেত্রীর বক্তব্য শোনেন বিধায়ক নির্মল মাজি।