নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে আনলক-২ পর্ব শুরু হয়েছে। দীর্ঘ লকডাউনের পর ক্রমে ছন্দে ফিরতে শুরু করেছে জীবনযাত্রা।
এরই মাঝে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম।
জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ১০ টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুরে জাতীয় সড়ক সংলগ্ন একটি পেট্রোল পাম্পে অবস্থান – বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এই বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শ’খানেক দলীয় কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় সহ অন্যান্য নেতারা।