নিজস্ব সংবাদদাতা : গত দশক থেকেই বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। এবার নির্বাচনেও সেখানে জোর লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এরইমধ্যে গত বুধবার নন্দীগ্রামে ‘আহত’ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রীকে চার-পাঁচজন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার গ্রামীণ হাওড়ার আমতায় একটি মৌন মিছিলের আয়োজন করল উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস। মুখে কালো কাপড় বেঁধে দলনেত্রীর উপর ‘হামলা’র প্রতিবাদ জানান তৃণমূল কর্মী-সমর্থকরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথক বিদায়ী বিধায়ক নির্মল মাজি, আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার কর সিং সহ অন্যান্যরা। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের তরফে উলুবেড়িয়ায় একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনুকুমার সেন সহ অন্যান্যরা।