নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার ফুলেশ্বর বাসস্ট্যান্ডে তৃনমূলের প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে অশ্লীল ভাষায় আক্রমন করলেন তৃনমূল কংগ্রেসের মুখপাত্র ও সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে বাঁদর বলে কটাক্ষ করেন। তিনি বলেন যদি দেখেন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আর দুটো বাঁদর তার পিছনে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। তাহলে ভাববেন যিনি যাচ্ছেন তিনি জেপি নাড্ডা। আর বাঁদর দুটো একজন শুভেন্দু একজন সুকান্ত। বাঁদর খেলা যাবে আসবে। দুইটাকা এক টাকা দিয়ে দেবেন, কলা দেবেন, ভেঞ্চি কেটে চলে যাবেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
আপনারা পাড়ায় কেমন আছেন, তেমন থাকবেন। যেমন বাঁদর খেলা যায়, তেমন যাবে এইতো বিজেপি। পাশাপাশি তিনি বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে অবাধ গনতান্ত্রিক পরিবেশ আছে। যে কোন দল শাসকদলের যেটি মুল সচিবালয় হয়,এমন ডেকে থাকে। জনাকয়েক লোক যাবে। লোক হয়নি বলে ৭ তারিখ করেনি।ওরা মুখ বাঁচাতে কয়েক কম্পানি সেন্ট্রাল ফোর্স আনাচ্ছে।যাদের ঐ দিনে সিভিলে হাঁটিয়ে লোক দেখাবে। কারণ ওদের লোক হবেনা। ওরা একই লোক নিয়ে উলুবেড়িয়া,বাগনান, মেদিনীপুরে হাঁটাচ্ছে। ভাড়া করা লোক নিয়ে ঘুরছে।
পাশাপাশি সভার আগে উলুবেড়িয়া পুরসভা থেকে ফুলেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন পুর্ত মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু,অরুনাভ সেন, সমীর পাঁজা সহ অন্যরা বিধায়ক ও কাউন্সিলররা। সভা থেকে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন তিন বিজেপি পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য কয়েকজন বিজেপি নেতা।