উলুবেড়িয়ায় ‘ভূমিপুত্র’কে প্রার্থী চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, বিতর্ক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলায় ভোটের বাদ্যি বেজে গেলেও মঙ্গলবার সকাল অব্ধি কোনো রাজনৈতিক দলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তারই মাঝে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করতে হবে ‘ভূমিপুত্র’কে — এমনই দাবি উঠল তৃণমূল শিবিরে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ছড়িয়েও পড়েছে। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। সূত্রের খবর, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আব্বাসউদ্দীন খানকেই মূলত প্রার্থী করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট।

এবিষয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেনের বক্তব্য, “ভূমিপুত্র প্রার্থী হোক, এটা আমার ব্যক্তিগত মতামত।” তবে তিনি আরও বলেন, “দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নেব।” শুধু বেনু কুমার সেন নন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আকবর শেখ, ইনামুর রহমান, সুরজিৎ দাসরাও ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার দাবিকে কার্যত সমর্থন করেছেন।

উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়লাভ করেন হায়দার আজিজ সফি। তিনি প্রয়াত হলে গত ২০১৯ সালে উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইদ্রিস আলিকে প্রার্থী করে। তখনই ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার জোরালো দাবি উঠেছিল উলুবেড়িয়ায়। তারপর ফের একুশের বিধানসভায় একই দাবি উঠল। দলের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে মেনে নেয় কিনা এখন সেটাই দেখার।