১২ জন দলিত কন্যাকে পুজো করল উদয়নারায়ণপুরের ভট্টাচার্য্য পরিবারের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পঞ্চমীর সকালে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অবহেলার প্রতিবাদে, ৫ থেকে ৮ বছরের ১২ জন দলিত কন্যাকে পুজো করল উদয়নারায়ণপুরের রাজাপুরের ভট্টাচার্য্য পরিবারের সদস্যরা। পরিবারের এক সদস্য তাপস ভট্টাচার্য্য জানান ২৩৬ বছরের প্রাচীন এই পারিবারিক পুজো। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

গত বছর থেকে এই দলিত কন্যা পুজোর রীতি শুরু হয়েছে। তিনি জানান চারিদিকে যেভাবে ভ্রুণ হত্যা হচ্ছে বা দলিতদের উপর অবমাননা রুখতে সাম্যের বার্তা দিতে এই পুজো। আগে মাটির প্রতিমা বাড়িতে পূজিত হলেও গত বছর থেকে ধাতুর প্রতিমা পুজো করা হয় ভট্টাচার্য বাড়িতে। প্রাচীন এই পারিবারিক পুজোয় নিয়ম নিষ্ঠার সঙ্গে করার পাশাপাশি নবমীর দিন ব্রাম্ভন কন্যাকে কুমারী রূপে পুজো করা হয়।