উলুবেড়িয়ায় উঠল আড়াই কেজির ইলিশ, দেখতে ভিড় উৎসুক জনতার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বর্ষার ভরা মরসুমেও এবার সেভাবে ইলিশের দেখা নেই। তাই ইচ্ছে থাকলেও আকাশছোঁয়া দামের জন্য অনেক বাড়ির হেঁশেলেই ইলিশের দেখা নেই। মন্দার মাঝেই উলুবেড়িয়ায় আড়াই কিলো সাইজের ইলিশের দেখা মিলল। জানা গেছে, অন্যান্য দিনের মতোই বুধবার গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন তপন প্রামাণিক। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

উলুবেড়িয়ার বাউরিয়া এলাকা থেকে তপন বাবুর জালে আড়াই কিলো সাইজের একটি ইলিশ ওঠে। তারপরই মাছটিকে ফুলেশ্বররের ১১ ফটকের সান্ধ্যকালীন মাছ বাজারে আনা হয়। মাছ ব্যবসায়ী নেপাল পাখিরার দোকানে আড়াই কেজির ইলিশটিকে দেখতে বেশ কিছু উৎসুক মানুষ ভিড় জমান। ইলিশ মাছটি ৩২০০ কেজি দরে বিক্রি হয় বলে জানা গেছে।