নিজস্ব সংবাদদাতা : নদীতে মাছ ধরতে যাওয়ার সময় জলের তোড়ে উল্টে গেল দু’টি মাছ ধরার নৌকা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর এলাকায়। জানা গেছে, অন্যান্য দিনের মতোই উলুবেড়িয়ার কালীনগর এলাকা থেকে দু’টি নৌকা করে চারজন মৎসজীবী মাছ ধরতে গিয়েছিলেন। সেইসময় একটি পণ্যবাহী জাহাজ মাঝ নদী দিয়ে যাচ্ছিল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জাহাজ যাওয়ার কারণে হঠাৎই নদীতে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। আর তারই জেরে উল্টো যায় দুটি নৌকা। ঘটনায় একজন অল্পবিস্তর আহত হন। বাকি তিনজন সুস্থ আছেন বলে জানা গেছে। উল্টে যাওয়া নৌকাগুলিকে উদ্ধার করা হয়েছে।