শ্যামপুরের গ্যাস দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু, মৃতদেহ নিয়ে বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগে শ্যামপুরে সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনের চিকিৎসা চলছিল। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হল। ক্ষতিপূরণের দাবিতে গ্যাস অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও এলাকার মানুষ। উল্লেখ্য, গত ২৬ শে অক্টোবর শ্যামপুরের আড়গোড়িতে গ্যাস সিলেন্ডার লিক করে অগ্নিদগ্ধ ১১ জন হন।আহতরা উলুবেড়িয়া ও কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে মামনি প্রামাণিক নামে বছর ত্রিশের এক মহিলার মৃত্যু হয় গত পাঁচদিন আগে। সোমবার রাতে বছর ছাব্বিশের সুব্রত মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে গ্যাস অফিসের সামনে মৃতদেহ রেখে মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ।