নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারের মন্ত্রীসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তিনবারের বিধায়ক পুলক রায়। জানা গেছে, পুলক রায়কে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজভবনে গিয়ে অন্যান্য মন্ত্রীদের সাথে শপথগ্রহণ করেন পুলক বাবু। উল্লেখ্য, সোমবার একেবারে আড়ম্বরহীন অনুষ্ঠানে শপথ নিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী-সহ ৪৩ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
বাকিরা প্রতিমন্ত্রী। তবে সবাই সশরীরে উপস্থিত ছিলেন না। করোনা আক্রান্ত হওয়ায় ভার্চুয়ালি শপথ নিলেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। অসুস্থতার জেরে ভার্চুয়ালি শপথ নিতে বাধ্য হলেন অমিত মিত্র।