উলুবেড়িয়ার ডিফ এন্ড ব্লাইন্ড স্কুলে বন্ধ সরকারি অনুদান! প্রশ্ন তুললেন খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার একমাত্র সরকার স্বীকৃত ডিফ এন্ড ব্লাইন্ড স্কুল উলুবেড়িয়ার জগৎপুর ডিফ এন্ড ব্লাইন্ড স্কুল। স্কুল সূত্রে জানা গেছে, বেশ কয়েকমাস ধরে স্কুলের জন্য সরকারি অনুদান বন্ধ। স্কুলের অনুদান বন্ধ রেখে অন্যদিকে দুর্গাপুজোর কোটি কোটি টাকার অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। উল্লেখ্য, উলুবেড়িয়ার জগৎপুর ডিফ এন্ড ব্লাইন্ড স্কুলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা ৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়া এই মুহুর্তে পড়াশোনা করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাসের জানান, ছাত্র পিছু থাকা-খাওয়া, পড়াশোনা, ওষুধ, সহ অন্যান্য খরচের জন্য সরকার থেকে প্রতি মাসে দেওয়া হয় ১৬০০ টাকা। যা যথেষ্ট‌ই কম। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

তার উপরে কয়েক মাসের টাকা বাকি পরে রয়েছে বলে তিনি জানান। এর জেরে স্কুল চালাতে তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। বেড়ে চলেছে ধারের বোঝা। সরকারের কাছে অজয় বাবুর প্রশ্ন,”যেখানে প্রায় ২৫৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।তবে ছাত্র ছাত্রীদের টাকার ক্ষেত্রে এত এত সমস্যা কেন?” অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে না দিলে এবং ছাত্র পিছু টাকা না বাড়ানো হলে আগামী দিনে স্কুল চালানো মুশকিল হবে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় বিধায়ক বিদেশ বসু বিষয়টি প্রসঙ্গে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।