নিজস্ব সংবাদদাতা : ‘বহিরাগত’ ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া শহর। শনিবার বিকালে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আব্বাসউদ্দীন খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল উলুবেড়িয়া শহরে। মিছিল থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বিক্ষুব্ধ কর্মীরা।
পাশাপাশি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়ের বাজারপাড়া অফিসের কাছে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে উলুবেড়িয়া পূর্বে বিদেশ বসুর নাম প্রত্যাহার করে ‘ভূমিপুত্র’কে প্রার্থী করতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ‘ভূমিপুত্র’ আব্বাসউদ্দীন খানকে প্রার্থী করার দাবিতে জোর রব উঠেছিল উলুবেড়িয়ায়।
কিন্তু, শুক্রবার দুপুরে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ হলে দেখা যায়, এবার ইদ্রিস আলির পরিবর্তে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে উলুবেড়িয়া পূর্ব থেকে টিকিট দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে আব্বাসউদ্দীন খানের অনুগামীরা। শুক্রবার রাতে উলুবেড়িয়া কলেজ গেট, গোরুহাটা মোড়, বাউরিয়া সহ একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে, রাস্তার উপর শুয়ে দলীয় পতাকা দেখান কয়েকশো কর্মী-সমর্থক। কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে উলুবেড়িয়া শহর। তারপর ফের শনিবার একই দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠল মহকুমা শহর।