নিজস্ব সংবাদদাতা : করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত আকারে উলুবেড়িয়া প্রেস ক্লাবের সপ্তম জন্মবার্ষিকী পালিত হল। রবিবার এই উপলক্ষ্যে প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও উলুবেড়িয়া পৌরসভার পুর প্রশাসক অভয় দাস।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে দিয়ে সাংবাদিকদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। এদিন সাংবাদিকদের নিয়ে কেক কাটেন স্বয়ং মন্ত্রী। সপ্তম বর্ষপূর্তি হিসাবে এদিন প্রেস ক্লাবকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল।