লকডাউনের মাঝেই উলুবেড়িয়া ফিরল তার চেনা ছবিতে, নেই পুলিশি সক্রিয়তা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া মানেই টোটো-অটোর ভিড়ে লম্বা জ্যাম, রাস্তাজুড়ে থিকথিকে ভিড়। মহকুমা শহরের এই চিরাচরিত ছবি সকলেরই পরিচিত। যদিও লকডাউনের জেরে বেশ কিছুদিন এই চেনা ছবির আমূল পরিবর্তন ঘটেছিল, কিন্তু লকডাউন উঠতে না উঠতেই আবারও স্বমহিমায় ফিরে এলো উলুবেড়িয়া শহর। সৌজন্যে বেশ কিছু অসচেতন নাগরিক। উল্লেখ্য, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি। গতকাল সন্ধ্যার বুলেটিন অনুযায়ী হাওড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৬৫, মৃত ১৩। তারপরও অসচেতনতার নিদর্শন দিয়ে লকডাউনকে উপেক্ষা করেই বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন হাওড়ার অন্যতম প্রাণকেন্দ্র উলুবেড়িয়া শহরের বুকে।

খুলেছে বহু দোকানপাট। পথে নেমেছে বেশ কিছু টোটো – অটো। প্রথম দিকে লকডাউনকে সম্পূর্ণ কার্যকর করতে উলুবেড়িয়া থানার পুলিশ অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিল। কিন্তু, এখন সে-ই ছবিটা হঠাৎই উধাও। প্রসঙ্গত, এপ্রিলের শেষ দিকে উলুবেড়িয়ায় এক আর.পি.এফ জওয়ানের দেহে করোনার উপস্থিতি মিলেছিল। তারপর পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয় আর.পি.এফ ব্যারাক সহ একাধিক স্থান। মহকুমা শহরের বিভিন্ন প্রবেশথে শুরু হয়েছিল নাকা চেকিং। কিন্তু, সপ্তাহঘুরে সে-ই চিত্রটাও কার্যত উধাও। সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলা তো দূরের কথা, অনেকে মাস্ক ছাড়াই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। পুলিশের পক্ষ থেকে সচেতনতার প্রচার চালানো হলেও উলুবেড়িয়ার বেশ কিছু মানুষ লকডাউনকে বড্ড হালকাভাবে নিচ্ছেন তা অনায়াসে বলাই যায়।