পৃথ্বীশরাজ কুন্তী : বাংলার বিভিন্ন জেলার মতো হাওড়াতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামাজিক জমায়েত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই প্রকাশিত হল উলুবেড়িয়ার অন্যতম সাহিত্যপত্রিকা দ্বান্দ্বিকের বৈশাখ সংখ্যা।
মঙ্গলবার গুগল মিটে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে এই জনপ্রিয় সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক মহ: আবদুল্লা। এই উপলক্ষ্যে গুগল মিটে একটি ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বান্দ্বিক সাহিত্য গোষ্ঠীর অন্যতম সংগঠক মহম্মদ ফারুক জানান, ৬০ জন লেখক-লেখিকার ভিন্ন স্বাদের লেখায় সমৃদ্ধ এবারের সংখ্যা। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে বলে তিনি জানান।