নিজস্ব সংবাদদাতা : ভিসা মিলতেই জিব্রাল্টার প্রণালী পাড়ি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলেন অন্যতম কৃতি বাঙালি সাঁতারু উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। সব ঠিকঠাক থাকলে আগস্টের ৮ তারিখ স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেবেন ইংলিশ চ্যানেলজয়ী তাহরিনা। তারপর সেখানে গিয়ে সাময়িক অনুশীলনের পরই জিব্রাল্টার প্রণালী পার করতে নামবেন তিনি। জিব্রাল্টারে নামার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় অনুমতি তাহরিনাকে পাঠিয়ে দিয়েছে জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন। উলুবেড়িয়ার নিমদীঘির বাসিন্দা তাহরিনা জানান, স্পেন ও মরোক্কের মধ্যে থাকা চ্যানেলটি ১৪ কিমি দীর্ঘ। তাঁর কথায়, দৈর্ঘ্যে খুব বেশি না হলেও অন্যতম সমস্যা জাহাজ। এই পথ দিয়ে প্রতিনিয়ত প্রচুর মালবাহী জাহাজ চলে। জাহাজের তেল জলে কোনোরকমভাবে ভাসলে তা মুখে আসে। প্রচন্ড বমি হয়।
এর পাশাপাশি, জেলিফিশ ও ডলফিনের সমস্যাও রয়েছে। আবহাওয়া ভালো থাকলে চার-সাড়ে চার ঘন্টার মধ্যেই চ্যানেলটি অতিক্রম করা সম্ভব বলে তিনি জানান। আর সেসব সমস্যা অতিক্রম করে নিজের স্বপ্নপূরণ করতে এখন উলুবেড়িয়ায় জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন ভারত সরকারের আয়কর বিভাগের কর্মী তাহরিনা। উলুবেড়িয়ার একটি সুইমিং পুলে প্রতিদিন অনুশীলনের পাশাপাশি গঙ্গাতেও তিনি অনুশীলন করছেন। স্রোতের অনুকূলে ও প্রতিকূলে দু’ভাবেই চলছে অনুশীলন। তাহরিনা সাথে স্পেনে যাবেন তাঁর বাবা। তবে তাহরিনার আক্ষেপ, তিনি বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো স্পনসরশিপ পাননি। তাই বাধ্য হয়েই কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েই স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন। তিনি জানান, কমপক্ষে প্রায় সাত লক্ষ টাকা খরচ হবে। পুরোটাই তিনি নিজে জোগাড় করেছেন। এভাবেই সমস্ত প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ইংলিশ ও বাংলা চ্যানেল জয়ী উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন।