ক্রেতা শূন্য উলুবেড়িয়ার নবনির্মিত মাছ বাজার, পরিবর্তে রাস্তায় পাশে বসে বাজার, যানজট, দুর্ভোগ চরমে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কোটি কোটি টাকা ব্যয়ে স্থায়ী মাছ বাজার গড়ে তোলা হলেও আজও ক্রেতা-বিক্রেতা শূন্য মাছ বাজার। তার পরিবর্তে আজও দুর্ভোগের শিকার অজস্র পথচলতি মানুষ। উলুবেড়িয়া শহরের বুকেই ফুলেশ্বরের ১১ ফটক। বনস্পতি খালের উপর অবস্থিত ১১ ফটক ব্রিজের দু’পাশে বহু মাছ ব্যবসায়ী বসেন। সকাল-সন্ধ্যা মাছ কিনতে ভিড় জমান বহু মানুষ। ভিড়ের জেরে প্রায়শই ব্যস্ত রাস্তায় যানজট লেগে যায়। দুর্ভোগের শিকার হন বহু মানুষ। এসমস্যা দূর করতে আসরে নামে প্রশাসন। বছর তিনেক আগে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে জাতীয় মৎস উন্নয়ন পর্ষদ ও রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ১১ ফটক ব্রিজের অদূরেই ২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে একটি দ্বিতল বিশিষ্ট মাছ বাজার গড়ে তোলা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

নীচের তলায় খুচরো বিক্রেতাদের জন্য এবং উপর তলায় পাইকারী বাজারের জন্য নির্ধারণ করা হয়। বিভিন্ন সুযোগ-সুবিধা বিশিষ্ট বিশাল মাছ বাজারে ১৩৩ টি স্টল তৈরি করা হয়। সেই স্টল নিতে প্রায় দেড়শ জন ব্যবসায়ী আবেদন পত্র জমাদেন। তবে ১৩৩ টি স্টল ১৩৩ জন ব্যবসায়ীকেই দেওয়া হয় বলে জানা গেছে। চালু হয় বহু প্রতীক্ষিত মাছ বাজার। শতাধিক মাছ বিক্রেতা এক ছাদের তলায়, নব নির্মিত মাছ বাজারে চালু হলো মাছের বিক্রি। সুব্যবস্থা থাকা সত্বেও কয়েক মাস চলতে না চলতেই মাছ বাজার ছেড়ে ব্যবসায়ীরা ১১ ফটক ব্রিজে এসেই মাছ বিক্রি করতে শুরু করে। তারপরে ফলে পুনরায় রাস্তায় যানজট। দুর্ভোগের শিকার পথচলতি মানুষ। এবিষয়ে মাছ ব্যবসায়ীরা জানান, মাছ বাজারে গিয়ে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তার কারণ মাছ বাজারে মেলেনি পর্যাপ্ত খরিদ্দার। দিনের পর দিন বহু মাছ নষ্ট হয়েছে। এক-একজন জন ব্যবসায়ী হাজা- হাজার টাকা লোকশানের শিকার হয়েছেন বলে তারা জানান। তাই বাধ্য হয়ে পুরনো জায়গাতেই ফিরে এসেছেন। এবিষয়ে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং মাছ বাজারে বরফ কলের ব্যবস্থা করে পুনরায় দ্রুত বাজারে চালু করার উদ্যোগ নেওয়া হবে।