উলুবেড়িয়ার শাটলককের জগৎজোড়া খ্যাতি, স্বীকৃতি ডাক বিভাগের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার শাটল ককের খ্যাতি বিশ্বজুড়ে। বিশ্বের বহু নামী ব্যাডমিন্টন শিল্পী শাটল কক ব্যবহার করেন। উলুবেড়িয়া থানার যদুরবেড়িয়া, বাণীবন এলাকায় তৈরি হওয়া শাটল কক অন্যতম কুটিরশিল্প হিসাবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে। শাটল কককে সকলের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার বিশ্বের দরবারে উলুবেড়িয়ার শাটল ককের সুখ্যাতিকে তুলে ধরতে উদ্যোগী হল ভারত সরকারের ডাক বিভাগ। বুধবার উলুবেড়িয়ার শাটল কককে এক অনন্য সম্মান প্রদান করল ডাক বিভাগ। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ কর্মসূচিতে ‘PICTORIAL CANCELLATION ON JADUBERIA SUTTLECOCK’ শীর্ষক সম্মান প্রদান করল ভারত সরকারের ডাক বিভাগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

এই উপলক্ষ্যে বুধবার উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই ডাক বিভাগের তরফে এই সম্মান প্রদান করা হয়। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া ডাকবিভাগের যদুরবেড়িয়া ডাকঘরে চিঠি আদানপ্রদানের ক্ষেত্রে যে স্ট্যাম্প মারা হবে তাতে শাটল ককের চিত্র থাকবে। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণবঙ্গের পোষ্ট মাষ্টার জেনারেল শশী শালিনী কুজুর। শ্রীমতী কুজুর এদিন বলেন,”গ্রামাঞ্চলের এই কুটির শিল্প ‘শাটলকক’ ডাকবিভাগের মাধ্যমে সারাবিশ্বের যোগাযোগ ব্যবস্থায় স্থান পেল।” পাশাপাশি, ডাক বিভাগের প্রদর্শনী শালাতেও যদুরবেড়িয়ার ‘শাটলক’ স্থান পাবে বলে তিনি জানান। শ্রীমতী কুজুরের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের হাওড়া ডিভিশনের সুপারিনটেনডেন্ট দেবাশীষ চট্টোপাধ্যায়, যদুরবেড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীমন্ত কাঁড়ার, বিশিষ্ট ডাকটিকিট সংগ্রাহক ইন্দ্রনাথ বারুই, যদুরবেড়িয়ার বিশিষ্ট শাটলকক শিল্পী সুশীল মন্ডল সহ অন্যান্যরা।