নিজস্ব সংবাদদাতা : শ্যামপুরের এক নিঁখোজ বৃদ্ধাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল উলুবেড়িয়া মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে নিঁখোজ ছিলেন গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার পোড়িয়াপাড়া এলাকার বছর সত্তরের এক বৃদ্ধা। শনিবার উলুবেড়িয়ার বাড়বেড়িয়ায় এক বৃদ্ধাকে ঘুরতে দেখেন ওই এলাকারই এক ব্যক্তি। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তিনি উলুবেড়িয়া মহিলা থানায় বিষয়টি জানান। খবর পেয়েই তৎপরতার সাথে বাড়বেড়িয়ায় পৌঁছায় উলুবেড়িয়া মহিলা থানার পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে থানায় আনা হয়। তাঁর সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার বাড়ি শ্যামপুর থানা এলাকায়। যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই বৃদ্ধাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এহেন ভূমিকায় খুশি বৃদ্ধার পরিবার।