কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের জের, কয়লা হাতে প্রতিবাদে সরব হলেন উলুবেড়িয়ার বিধায়ক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের প্রতিবাদে পথে নামল বাংলার শাসক দলের কর্মী-সমর্থকরা। আজ চেঙ্গাইল স্টেশনের সামনে কয়লা হাতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।

বিধায়ক বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষের উন্নয়নের স্বার্থে তিনি যা কাজ করেছেন বাংলার মানুষ তা কোনোদিন ভুলবেনা। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ বিরোধী দলগুলো যতই মিথ্যা প্রচার করে বেড়াক সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ বিরোধীদের কথা বিশ্বাস করেনা।”

বিধায়কের পাশাপাশি এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদশা মিদ্দে সহ অন্যান্যরা।