জীবাণুনাশক স্প্রে নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রের মধ্য দিয়ে স্যানিটাইজেশন করার কাজ চলছে। তবে মানবদেহের পক্ষে জীবাণুনাশক স্প্রে অত্যন্ত ক্ষতিকর – এব্যাপারে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

জানা গেছে, স্প্রের প্রভাবে চোখ, কান, নাক, ত্বকের সমস্যা হতে পারে। তার সাথে জীবাণুনাশক স্প্রের জেরে মানসিক সমস্যাও দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে,কোনো Covid-19 সংক্রামিতের পোশাকে জীবাণু – নাশক স্প্রে করলে সংক্রমণ প্রতিরোধ করা যাবে – এই সংক্রান্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও হাতে আসেনি।