উলুবেড়িয়ায় জোরকদমে প্রচারে সংযুক্ত মোর্চা, মিলছে ব্যাপক সাড়া দাবি আইএসএফ প্রার্থীর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বেশিরভাগ বিধানসভায় ৬ ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় ৯ ই এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। এই বিধানসভায় ভোট দু-একদিন পরে হলেও প্রচারে বিন্দুমাত্র পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তৃণমূল, বিজেপির পাশাপাশি এখানে জোরকদমে প্রচার চালাচ্ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী আব্বাসউদ্দীন খান।

উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আব্বাসউদ্দীন খান কখনো পৌঁছে যাচ্ছেন উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাড়িতে-বাড়িতে, আবার কখনো বা পদযাত্রা করছে প্রত্যন্ত গ্রামে। এভাবেই সকাল থেকে রাত অব্ধি নির্বাচনী প্রচারে ব্যস্ত আইএসএফ প্রার্থী। সোমবার উলুবেড়িয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডে সংযুক্ত মোর্চার তরফে আব্বাসউদ্দীন খানের সমর্থনে একটি নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়। এদিন আব্বাসউদ্দীন খানকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আইএসএফ প্রার্থী আব্বাসউদ্দীন খান বলেন, “দীর্ঘদিন উলুবেড়িয়ার মানুষ ভূমিপুত্রকে বিধায়ক হিসাবে পাননি। তাই এবার ভূমিপুত্রকেই তাঁরা বিধায়ক চান।” তিনি আরও বলেন,”প্রচারে ব্যাপক সাড়া মিলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এগিয়ে আসছেন।”

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ‘প্রাক্তন’ তৃণমূল নেতা আব্বাসউদ্দীন খান। তাঁকেই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে আইএসএফ।