আমতায় আক্রান্ত আনিস খানের ভাই, বাড়ির সামনেই দুষ্কৃতী হামলা, মাথায় ধারালো অস্ত্রের কোপ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে মাসকয়েক আগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার আনিস খানের কাকার ছেলে তথা আনিস কান্ডের অন্যতম সাক্ষ্যী সালমান খানের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগ, সালমানের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। গুরুতর আহত অবস্থায় সালমান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, কোলকাতায় কাঠের কাজ করে সালমান। শুক্রবার রাতে সে কোলকাতা থেকে কাজ করে ফেরে। রাত দেড়টা নাগাদ বাড়ির বাইরের বাথরুমে যান সালমান খান ও তার স্ত্রী হোসেনারা খাতুন। সালমানের স্ত্রী হোসেনারা খাতুনের অভিযোগ, তিনি বাথরুম থেকে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সলমন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

তার অভিযোগ, পিছন থেকে দুস্কৃতীকে দেখতে পেলেও তিনি চিন্তে পারেননি। আক্রান্ত সালমানের বাবা জালেম খান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তার অভিযোগ, ছেলের উপর অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনিসের বাবা ও সালমনের স্ত্রীর অভিযোগ, যেহেতু আনিসের মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী হিসাবে সালমনের নাম রয়েছে এবং সমস্ত বিষয়টি দালমন দেখাশোনা করছিল তাই সালমনকে শেষ করতেই এই আক্রমণ। এর আগেও তার উপর হামলা হয়েছিল এবং আমতা থানায় তার অভিযোগ ও দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। গ্রামে পুলিশ পিকেট থাকা সত্ত্বেও কীভাবে এই হামলার ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্তের পরিবার। আনিসের বাবা সালেম খান আবারও দু’টি ঘটনার কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।