জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিলেন উপ-প্রধান মানিকচন্দ্র মাখাল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা মথুর ভূঁইয়া। মথুর বাবুর মৃত্যুর পর আপাতত জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যভার পরিচালনার দায়িত্ব সরকারিভাবে তুলে দেওয়া হল উপ-প্রধান মানিকচন্দ্র মাখালের হাতে।

শুক্রবার মানিক চন্দ্র মাখালের হাতে দায়িত্ব তুলে দেন উলুবেড়িয়া-২ ব্লকের বিডিও অতনু দাস। পেশায় শিক্ষক মানিক চন্দ্র মাখাল বলেন,”নিষ্ঠার সাথে দায়িত্বভার পালনের চেষ্টা করব”।

উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের মধ্যে টাই হয়। জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে তৃণমূল পায় ৮ টি ও বিজেপি পায় ৮ টি। শেষ অব্ধি টসে জিতে প্রধান নির্বাচিত হন বিজেপির মথুর ভূঁইয়া ও উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের মানিক মাখাল। মথুর বাবুর মৃত্যুর পর আপাতত পঞ্চায়েতের কার্যাবলী পরিচালনা করবেন তৃণমূল কংগ্রেসের মানিকচন্দ্র মাখাল।