অপেক্ষার অবসান, শনিবার থেকে গ্রামীণ হাওড়ায় শুরু হতে চলেছে ভ্যাক্সিন দেওয়ার কাজ, প্রস্তুতি তুঙ্গে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র ঘোষণা করেছিলেন, ১৬ ই জানুয়ারী থেকে দেশজুড়ে করোনার টীকাপ্রদানের কাজ শুরু হবে। সেই ঘোষণার পরই বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গেছে ভ্যাক্সিন। শনিবার থেকেই হাওড়া জেলায় করোনা যোদ্ধাদের টীকা দেওয়ার কাজ শুরু হবে। জানা গেছে, শনিবার হাওড়া জেলার মোট ১৫ টি জায়গা থেকে ভ্যাক্সিন দেওয়া হবে। যার মধ্যে উলুবেড়িয়া মহকুমাতেই ১০ টি জায়গা রয়েছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শনিবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, উলুবেড়িয়া পৌরসভার মাতৃসদন, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল, জয়পুর বিবিধর গ্রামীণ হাসপাতাল, বাগনান-২ ব্লকের মুগকল্যাণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শ্যামপুর থানার কমলপুর স্বাস্থ্যকেন্দ্র সহ মোট দশটি জায়গা থেকে ভ্যাক্সিন দেওয়া হবে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান,”ইতিমধ্যেই হাওড়া জেলায় ২৮৫৫০ ডোজ কোভিশিল্ড এসে পৌঁছেছে। প্রথম দফায় ১৪০০০ জনকে ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে। দ্বিতীয় দফার জন্য বাকি ১৪০০০ ডোজ মজুত রাখা হয়েছে। বুধবার থেকে জেলার প্রতিটি ব্লকে ভ্যাক্সিন পাঠানোর কাজ শুরু হয়েছে।”