জেলা প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীদের ভ্যাক্সিন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্কুলগুলোতে জোরকদমে ভ্যাক্সিনেশনের কাজ চলছে। এবার জেলা প্রশাসনের উদ্যোগে ১৫-১৮ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীদের ভ্যাক্সিন দেওয়া হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

উলুবেড়িয়া-২ ব্লকের আশা ভবন সেন্টারের ৪২ জন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীকে বুধবার ভ্যাক্সিন দেন স্বাস্থ্যকর্মীরা। আশা ভবন সেন্টারের কর্তা জন মেরি বাড়ুই জানান, ডিএম ম্যাডামের উদ্যোগে ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আমাদের আশা ভবন সেন্টারের ৪২ জনকে এদিন কোভ্যাক্সিন দেওয়া হল।