নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। বহু মানুষেরই শেষ হয়েছে নগদ টাকা। রেশনের চালে কোনোরকমে দিন গুজরান হচ্ছে বহু দিন আনা দিন খাওয়া পরিবারের।
এরকমই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো আমতার দক্ষিণ শেরপুর গ্রামের নিউজ সবুজ সংঘের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে আজ সকালে দক্ষিণ শেরপুরে একটি ত্রাণশিবিরের আয়োজন করা হয়।
ত্রাণ শিবির থেকে প্রায় ২৭০ টি স্থানীয় পরিবারের হাতে তুলে দেওয়া হয় পেঁয়াজ, ডাল, সোয়াবিন, তেল, নুন, লঙ্কা সহ বিভিন্ন মুদিখানাসামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ভান্ডারগাছা পঞ্চায়েতের প্রধান মিনু ঘুকু, উপপ্রধান আজিনুর রহমান বেগ সহ অন্যান্যরা।