বাগনানে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, সামিল গ্রামবাসীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বছর তিনেক ধরে তীব্র জলকষ্টে ভুগতে হচ্ছে। গত সাতদিন ধরে এলাকায় একফোঁটাও পানীয় জল নেই। এই অভিযোগ তুলেই পথে নামলেন গ্রামীণ হাওড়ার বাগনান থানার মুরালীবাড় গ্রামের বাসিন্দারা। শনিবার সকালে মুরালীবাড় গ্রামের বেশ কিছু মানুষ ১৬ নং জাতীয় সড়ক থেকে বাগনান বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা অবরোধ করেন।

অবরোধকারীদের অভিযোগ, তাদের থেকে জলের টাকা নিয়ে কল দেওয়া হলেও মিলছে না জল। স্থানীয় প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাঁদের দাবি, বিগত সাতদিন এলাকায় একফোঁটাও পানীয় জলের দেখা নেই। এতেই চরম সমস্যা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।

তাই অবিলম্বে পানীয় জলের ব্যবস্থার দাবিতে পথ অবরোধে সামিল হন মুরালীবাড় গ্রামের মানুষ। কয়েকঘন্টা অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগনান-১ ব্লকের জয়েন্ট বিডিও সন্দীপ দাস। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।