বারবার জানিয়েও মেলেনি পানীয় জলের কল, প্রতিবাদে শ্যামপুরের গ্রামে পঞ্চায়েত সেক্রেটারিকে আটকে রাখল গ্রামবাসীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শ্যামপুর১ নং ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নুনেবাড় এলাকায় পানীয় জলের কল বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও পঞ্চায়েত সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় বৃহস্পতিবার গ্রাম সংসদে আসা পঞ্চায়েত সেক্রেটারিকে আটকে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ‌‌ঘটনাটি ঘটেছে শ্যামপুরের নুনেবাড় প্রাথমিক বিদ্যালয়ে। পরে শ্যামপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে পানীয় জলের কল বসানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, বৃহস্পতিবার নুনেবাড় প্রাথমিক বিদ্যালয়ে নুনেবাড় উত্তর গ্রাম সংসদের আয়োজন করা হয়েছিল। এদিনের সংসদে পঞ্চায়েত সেক্রেটারি থেকে আধিকারিকরা এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। অভিযোগ সভা শুরু হওয়ার পরেই এলাকায় পানীয় জলের কলের দাবিতে সরব হয় গ্রামবাসীরা। পঞ্চায়েতের পক্ষ থেকে পানীয় জলের কল করার প্রতিশ্রুতি দিলেও কেন এখনো পর্যন্ত কল হয়নি, আধিকারিকদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর চান গ্রামবাসীরা। এই বিষয়ে আধিকারিকরা উত্তর দিতে না পারায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের তালা দিয়ে আটকে রাখে। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় ৩ বছর এলাকায় পানীয় জলের কল খারাপ হয়ে থাকলেও পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যার কোন সুরাহা করা হয়নি। তাদের অভিযোগ বারে বারে এই ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করায় আজ বাধ্য হয়ে তাদের আটকে রাখতে হয়েছে ‌। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী অভিযোগ করেন যেহেতু গ্রাম সংসদের এই এলাকায় বিজেপি প্রার্থী জয়লাভ করেছে সেই কারণে পঞ্চায়েত ইচ্ছে করে পানীয় জলের কল তৈরি করে দিচ্ছে না। যদিও এই ব্যাপারে স্থানীয় কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরতে চাননি।