নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শহরে অনুষ্ঠিত হলো বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় রাম নবমীর মিছিল। রবিবার বিকেলে এই মিছিলটি গঙ্গারামপুর থেকে শুরু হয়ে উলুবেড়িয়া কালিবাড়িতে শেষ হয়। মিছিলে গেরুয়া ধ্বজ নিয়ে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১০ হাজার রাম ভক্ত। মিছিল ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের মাঝে মাঝে লাঠি খেলা দেখানো হলেও মিছিলে কোন অস্ত্র ছবিতে ধরা পড়েনি। অন্যদিকে ওইদিন সকাল থেকেই উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির রাসমঞ্চে প্রচুর ভক্তের উপস্তিথিতে ধূমধাম করে পালিত হলো রামবমীর।