নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে খুন হওয়া যুবক রিঙ্কু শর্মার খুনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সংগঠনের পতাকা নিয়ে উলুবেড়িয়া পুরসভা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি উলুবেড়িয়া শহর ঘুরে জেটিঘাটে গিয়ে শেষ হয়। মিছিল থেকে রিঙ্কু শর্মার হত্যাকরীদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানানো হয়।