নিজস্ব সংবাদদাতা : বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট কিছুটা মেটাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়ার যদুরবেড়িয়া উত্তরণ নামের স্বেচ্ছাসেবী সঃস্থা। মাতৃ দিবসের দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট রক্তদেন ৪০ জন রক্তদাতা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস,ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, ৩০,২৫,২৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলরগন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণ জাসু, হিমাদ্রি মুখার্জি ,এ কে নিয়োগী ,এস কে মাইতি, ভার্গব মুখার্জি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ তপন নিয়োগী ,অশোক রায়, নিখিল রঞ্জন সৎপতি, অতনু চক্রবর্তী মহাশয়।