করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল উলুবেড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনের সারিতে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স,স্বাস্থকর্মী ও পুলিশরা।

এদের পাশাপাশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির লড়াইও বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সচেতনতা গড়ে তোলা কিমবা অসহায়ের মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার মতো বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছে বেশ কিছু সংগঠন।

এবার তাদের লড়াইকে সম্মান জানাল উলুবেড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খোলামন’। উলুবেড়িয়ার এই সংগঠনটির তরফে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু, রাজাপুর থানার ওসি অজয় সিং, উলুবেড়িয়া ওসি (ট্রাফিক) নিশিকান্ত নস্কর সহ একাধিক পুলিশকর্মী, চয়ন ক্লাব ও আনন্দধারা ক্লাবকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনটির অন্যতম সদস্য স্বপন কুমার চেটেল বলেন, “উলুবেড়িয়া থানার করোনা জয়ী সাতজন স্টাফদের হাতে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান হয়।”

Author: নিজস্ব সংবাদদাতা