আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এপ্রিল মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ। তার মধ্যে করোনাভাইরাসের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে গোটা উলুবেড়িয়া সহ সমস্ত রাজ্য তথা দেশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মানের বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলি জেলার কিছু স্থানে। সঙ্গে থাকবে ৩০ – ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে এই ঝোড়ো হাওয়া কিছুটা স্বস্তি দিলেও এখনই গরম কমার কোনও লক্ষণ নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর।